মহাকালের ঘোড়সওয়ার
হৃদি হক ‘আমার রঞ্জন এখানে যদি থাকত তোমার মুখের ওপর তুড়ি মেরে সে মরত, তবু ভয় পেত না…। আমি তোমাকে বলছি রাজা সেই পালের হাওয়া আনবে রঞ্জন’ তুমি সেই রঞ্জন তুমি নন্দিনীর রঞ্জন তুমি আমাদের রঞ্জন তোমার মননে তুমি ধারণ করেছিলে বাংলা, বাংলার মানুষ। তাই তো ’৬৪-তে বুয়েটের প্রভাষক হিসেবে যোগ দেয়ার…